আসাদুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অব্যাহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল শনিবার আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও ফুলবগাদি ও দোসড়মোড় বাজারে পথসভা করেন। পথসভায় তিনি বলেন, আওয়ামী লীগ কখনই অন্যায় ও সন্ত্রাসকে প্রশয় দেয়নি আর ভবিষ্যতেও দিবে না। আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে তৎবারই সন্ত্রাস ও দুর্নীতিকে নিমূল করার চেষ্টা করেছে। বিএনপি-জামায়াত যতবারই ক্ষমতায় এসেছে তারা দুর্নীতে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে। আগামীতে যদি ক্ষমতা পায় তাহলে দেশের সব সম্পত্তি বিদেশের কাছে বিক্রি করে দেবে। তায় এদের থেকে জনগণকে সাবধান থাকতে হবে। দেশের যে উন্নয়নের ধারাবাহিকতা শুরু হয়েছে তা ধরে রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে দেশরতœ শেখ মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান । সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈনউদ্দিন মঈন, গাংনী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, গাংনী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুল মেম্বার, গাংনী ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন খাঁ, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দিদারুল মেম্বার, গাংনী ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুম আলী মেম্বার, গাংনী ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, সদস্য মুকুল আলী, খোকন, রিজিক, ডালিম, রওশন, তাহের, এমএ গালিব প্রমুখ।

Leave a comment