স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ৫১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৫০৪ রান করে আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। স্বাগতিক বাংলাদেশের চেয়ে ৯ রান পিছিয়ে আগামীকাল চতুর্থদিনের খেলা শুরু করবে লঙ্কানরা। আর মাত্র ১০ রান যোগ করতে পারলেই লঙ্কানরা পেয়ে যাবে লিড। গতকাল দিনটিই ছিলো বাংলাদেশের জন্য হতাশার। সারাদিনের অর্জন বলতে মোটে ২ উইকেট। এছাড়া পুরো ৯০ ওভারেই খাটতে হলো টাইগারদের। লঙ্কান শিবিরে কোন চাপই সৃষ্টি করতে পারলো না মিরাজ-সানজামুলরা।