দামুড়হুদা অফিস: দামুড়হুদায় সাবেক কৃতি ফুটবল খেলোয়াড়দের মধ্যে সোনালি অতীত প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা স্টেডিয়ামে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ওই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ড্রিম সেন্টা পাবলিক লাইব্রেরি ও তথ্য প্রযুক্তি কেন্দ্র ও দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলাটি গোলশুন্যভাবে শেষ হয়। খেলায় রেফারি ছিলেন চুয়াডাঙ্গার পরিচিত মুখ সরোয়ার হোসেন মধু ওস্তাদ। ধারাভাষ্য দেন শামিম খান ও লিটন। ড্রিম সেন্টা পাবলিক লাইব্রেরি ও তথ্য প্রযুক্তি কেন্দ্রের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন সাবেক কৃতি ফুটবলার হাবিবুর রহমান হবি, সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, শরীফুল আলম, শাহজাহান আলী, ইউসুফ আলী, আব্দুল কুদ্দুস, সদু, নওশাদ আলী, নায়ের আলী ও একরামুল মেম্বার। এবং স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন সাবেক কৃতি ফুটবলার আলী কদর, দীন মোহাম্মদ, আব্দুল হান্নান, ইসমাইল হোসেন, আবুল হাশেম মেম্বার, রাশেদুজ্জামান বেল্টু, শিশির, খোকন, সরোয়ার ও জাফর ইকবাল। এছাড়া একই মাঠে নিয়মিত খেলোয়াড়দের সমন্বয়ে লাল দল ও সবুজ দলের মধ্যে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারে লাল দল ৩-১ গোলে জয়লাভ করে। খেলা শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা হাজি বদর উদ্দীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহিদ আজম সদু।