জুড়ানপুর প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুরে ইয়থ ক্লাবের আয়োজনে দিনব্যাপী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিষ্ণুপুর হাইস্কুল মাঠে ৮টি দলের মধ্যে দিনব্যাপী ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিকেলে আলমডাঙ্গার জামজামি একাদশ এবং মেহেরপুর পিরোজপুরের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পিরোজপুরকে হারিয়ে জামজামি একাদশ চ্যাম্পিয়ন হয়। জামজামির রাজু ম্যাচ সেরা এবং পিরোজপুরের সম্রাট টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলায় রেফারি ছিলেন আবুবকর মাস্টার ও অল্টু। ধারাভাষ্য দেন সাদায়েত। খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বর মনিরুদ্দীনের সভাপতিত্বে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক অ্যাড. রফিকুল আলম রান্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আইনউদ্দীন, সাবেক ইউপি সদস্য খোকন আলী, আওয়ামী লীগ নেতা হাজি কুতুব উদ্দীন মাস্টার, ইদ্রিস আলী, গোলাম সারোয়ার নান্নু, মামুন মাজিদ, হাসান মাস্টার, জামিরুল ইসলাম প্রমুখ।