দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ শান্তিপাড়া থেকে দক্ষিণচাঁদপুরের নাজমুলকে গ্রেফতার করেছে। নাজমুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েনের নেতৃত্বে এএসআই মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ায়। পুলিশ শান্তিপাড়া থেকে দক্ষিণচাঁদপুর বাজারপাড়ার নাজিম উদ্দিনের ছেলে নাজমুলকে গ্রেফতার করেছে। পুলিশ বলেছে, গ্রেফতারকৃত নাজমুলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় এএসআই মনির হোসেন বাদী হয়ে গতকালই নাজমুলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগ উঠেছে, শান্তিপাড়ার বেশ কয়েকজন চিহ্নিত মাদককারবারি ইয়াবা ট্যাবলেট পাইকারি বিকিকিনি করে আসছে দীর্ঘদিন ধরে। প্রায় দিনই শান্তিপাড়া থেকে বিভিন্ন এলাকার মাদককারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হলেও মহাজনরা ধরা-ছোয়ার বাইরেই থেকে। শান্তিপাড়ার চিহ্নিত মাদককারবারিদের গ্রেফতারের দাবি তুলেছে দর্শনাবাসী।