জীবননগর ব্যুরো: গতকাল শুক্রবার জীবননগর উপজেলা শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনও সেলিম রেজা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে ৩ হোটেল ব্যবসায়ীকে অর্থদ- করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জীবননগর শহরের বেশ কয়েকটি হোটেল-রেস্তরায় পঁচা ও বাসি খাবার পরিবেশন করা হচ্ছে এমন অভিযোগ আসে মোবাইল কোর্টে। অভিযোগ পেয়ে গতকাল মোবাইল কোর্ট পরিচালনা করেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ইউএনও সেলিম রেজা। মোবাইল কোর্ট পরিচালনাকালে হোটেলে পঁচা ও বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাওয়ায় জীবননগর বাজারের তিনটি হোটেলকে ৫শ’ টাকা করে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন।