স্টাফ রিপোর্টাiর: চুয়াডাঙ্গায় ৫২তম ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন পরীক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ঘন্টাব্যাপি এ পরীক্ষায় ১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৭জন পরীক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা ভিজিট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্নাসী বিভাগের প্রভাষক সৈকত কুমার পোদ্দার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসী বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, চুয়াডাঙ্গা কেমিষ্ট অ্যাণ্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ পলাশ, সদর কমিটির সভাপতি আব্দুল মজিদ জিল্লু, সদস্য সাদেকুজ্জামান রঞ্জু ও জাহিদুল ইসলাম প্রমুখ।