চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযান
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহাবুবুর রহমানের নির্দেশে চুয়াডাঙ্গা গয়েন্দা পুলিশ বেগমপুর ক্যাম্প পুলিশ আকন্দবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন। অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদকসম্রাট পাপ্পুসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহাবুবুর রহমানের নির্দেশে চুয়াডাঙ্গা গয়েন্দা পুলিশের এসআই ইব্রাহীম, এসআই খালিদ হোসেন ও এসআই মুহিতুর রহমান গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান মাদকের ঘাটি নামে খ্যাত আকন্দবাড়িয়া গ্রামে। এসময় পুলিশ আকন্দবাড়িয়া বটতলা নামকস্থান থেকে ১২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন গ্রামের বজলুর রহমানের ছেলে আবুল বাসার পাপ্পুকে। অপর দিকে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলাম গত শনিবার রাত ৮টার দিকে মাদকসেবনের অপরাধে বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের গাঙের ধারপাড়ার আফসার আলীর ছেলে সিরাজুল ইসলাম এবং রাত পৌঁনে ১টার দিকে রাঙ্গিয়ারপোতা গ্রামের আবুল কাশেমের ছেলে আতিয়ার রহমানকে ১২ বোতল ফেনসিডিলসহ নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। তারপরও মাদক নিয়ে নানা কথা অব্যাহত রয়েছে। তাই মাদককারবারি, সেবনকারীসহ যারাই মাদকের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য কঠোর অবস্থান নিয়েছেন। আগামী ১০ দিনের মধ্যে জেলার চিত্র পাল্টানোর নির্দেশও দিয়েছেন পুলিশকে। নির্দেশনা পেয়ে পুলিশ সর্বত্র সাড়াশি অভিযান শুরু করেছেন। এরই মধ্যে পুলিশি অভিযান টের পেয়ে মাদকের সাথে জড়িত অনেকেই দিয়েছে গাঢাকা। এদিকে পুলিশি এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীমহল।