মহেশপুর এলজিইডি’র রাস্তা নির্মাণে শুরুতেই দুর্নীতি : রাবিশ ইট দিয়ে ভাঙা হচ্ছে খোয়া

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর এলজিইডি’র বরাদ্দকৃত দেড় কোটি টাকার রাস্তা নির্মাণের শুরুতেই দুর্নীতি, বৃষ্টিতে ভেজা পুরোনো রাবিশ ইট দিয়ে ভাঙা হচ্ছে খোয়া।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ থেকে সাড়াতলা গ্রাম পর্যন্ত ৩ কি.মি. সীলকোর্ট রাস্তা নির্মাণ করার জন্য ১ কোটি ৬০ লাখ টাকা এলজিইউডি থেকে বরাদ্দ করা হয়। গত ২৭ জানুয়ারি রাস্তাটি স্থানীয় এমপি নবী নেওয়াজ উদ্বোধন করেন। ঝিনাইদহের জনৈক ঠিকাদার রাস্তাটির কাজ পেয়ে উদ্বোধনের পরের দিন থেকে ২নং ও ৩নং আধলা রাবিশ ইট খোয়া ভাঙার জন্য ফেলেছে। এলাকাবাসী বাধা দিলেও একটি প্রভাবশালী মহল ঠিকাদারকে সহযোগিতা করছে। এ ব্যাপারে মহেশপুর উপজেলা প্রকৌশলী ও ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে তারা বলেন, রাবিশ ইট দিয়ে রাস্তা নির্মাণের কোনো নিয়ম নেই। যদি কেউ এ ধরনের ইট ফেলে তাহলে সেটা রিজেক্ট করা হবে। এ ব্যাপারে ঠিকাদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কাজটি সাব-কন্ট্রাক দিয়ে দিয়েছি আমার কিছু বলার নেই। স্থানীয় এমপি নবী নেওয়াজের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে এ ধরনের সংবাদ তাকে এলাকাবাসী জানিয়েছে, তিনি বিষয়টি কর্র্তৃপক্ষকে অবহিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঠিকাদার নিম্নমানের ইট ফেলা অব্যাহত রেখেছেন।