প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে গাংনী ইউপি চেয়ারম্যান চেক বিতরণ

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী ইউনিয়নে অন্তর্গত সকল প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ও ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা হতে যাচ্ছে আগামী শনিবার ও রোববার যার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবেন গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার ইউনিয়ন পরিষদে, ইউনিয়ন আয়ত্তধিন সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে একই সাথে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয় এবং ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার ক্রয়ের জন্য সকল প্রধান শিক্ষকে তিনি চেক বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান আলী, শালিকা, আশাবুল হক, মোচাইনগর, আব্দুস সামাদ, সাহেবপুর, ইয়াকুব আলী, বন্দরভিটা, এনামুল হক, বড়গাংনী, আব্দুল হালিম, ফুলবগাদী, রবিউর ইসলাম, নিমতলা সাইফুল ইসলাম ও হুমায়ন কবীর টুলু, ইউনিয়নের সচিব হেলাল উদ্দীন, সহকারী অনামিকা দত্ত, মারুফ হোসেন প্রমুখ।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংকৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক মহাসীন আলী খান, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সাত্তার, আন্দুলবাড়িয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শামীম আক্তার, সাগরিকা পাল, খলিলুর রহমান, সামসুল আলম তক্কেল, আসলাম পারভেজ, আলিমুদ্দিন, হাবিবুর রহমান, ওয়াসিকুর রহমান, সাজেদুর রহমান সিজার, সাজ্জাদ হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও সাংকৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।