মেহেরপুরের ছেলে মমি খুলনা বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি নির্বাচিত

মেহেরপুর অফিস: আসিম আমান (মমি) জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ তে খুলনা বিভাগের শ্রেষ্ঠ বিএনসিসি নির্বাচিত হয়েছেন। আসিম আমান (মমি) চলতি বছরে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। চলতি বছরসহ বিগত দু’বছর তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি নির্বাচিত হন। আগামী ১৪ ফেব্রুয়ারি তিনি জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের জন্য ঢাকাতে যাবেন।
মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা লিটন হোসেনের ছেলে আসিম আমান (মমি) এর আগেও তিনি রেজিমেন্ট ক্যাম্পিং ২০১৬-২০১৭ ও ব্যাটালিয়ন ক্যাম্পিং ০৮-২০১৬ এ শ্রেষ্ঠ ক্যাডেট হন। শ্রেষ্ঠ ক্যাডেট ছাড়াও তিনি ০৮-২০১৬ ক্যাম্পে শ্রেষ্ঠ সংগীন যোদ্ধা নির্বাচিত হন। তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাভার বাইপালে কেন্দ্রীয় প্রশিক্ষণ অনুশীলনে অংশ গ্রহণ করে বিশেষ পারদর্শিতা প্রদর্শণ করায় বিএনসিসি’র ডিজি মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল এসএম ফেরদৌস তাকে ক্যাডেট আন্ডার অফিসার র‌্যাঙ্ক পরিধান করার জন্য সুপারিশ করেন। সে প্রেক্ষিতে তিনি সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার মেজর নাজমুল হক তাকে গত ১৪ ফেব্রুয়ারি-২০১৭তে সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) র‌্যাঙ্ক পড়িয়ে দেন। তিনি সুন্দরবন রেজিমেন্টের জুনিয়র ডিভিশন থেকে সর্ব প্রথম সিইউও র‌্যাঙ্ক অর্জন করেন।