মহেশপুরে ভূমিহীনের বসতবাড়িতে আগুন ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় এজাহার : আসামি পলাতক

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘোষপুরে এক ভূমিহীনের বসতবাড়িতে আগুন, ভাঙচুর ও লটুপাটের ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলা ঘোষপুর গ্রামের আব্দুল জলিল মালিতার ছেলে নাসির উদ্দিনের বাড়িতে বেশ কয়েকজন ঢুকে তার বসতবাড়িতে আগুন ধরিয়ে ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। নাসির উদ্দিন জানায়, ঘোষপুর গ্রামের মৃত আজিজের ছেলে আব্দুল খালেকের নেতৃত্বে গত সোমবার দুপুর ২টায় একই গ্রামের রফিকুল ইসলাম, তহিদুল, সাইফুল ও হযরত আলীসহ ৮-১০ জনের একটি চক্র তার বাড়িতে আচমকাভাবে ঢুকে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং আমার ঘরে থাকা সমস্ত মালামাল তারা লুটপাট করে নিয়ে যায়। এ সময় আমি ভাটায় শ্রমিকের কাজ করছিলাম। আসামিদের কাজে বাধা দিতে গেলে আসামিরা আমার বৃদ্ধ মা ও আমার স্ত্রী ও ছোট বাচ্চাদের বেধড়ক মারপিট করে। এ বিষয়ে ভিকটিম নাসির উদ্দিন বাদী হয়ে গত মঙ্গলবার মহেশপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম ওই বিষয়ে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য মহেশপুর থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক বলেন, বিষয়টি তদন্তপূর্বক আসামিদেরকে গ্রেফতার করা হবে।

Leave a comment