ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঝিনাইদহ গত অর্থবছরে ১০ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব আয় করেছে। ঝিনাইদহ বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৭ সালে মিসিলেন্স খাতে সর্বোচ্চ টাকার রাজস্ব এসেছে। মিসিলেন্স খাতে ৪ কোটি ৩৮ লাখ ৫৯ টাকা আয় হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ টাকা এসেছে রেজিস্ট্রেশন থেকে। এ খাতে আয় হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা। গত বছর ৫ হাজার ২৪০ টি যানবাহনকে রেজিস্ট্রেশন প্রদান করা হয়। বিলাস সরকার জানান, এসময় ৫ হাজার ৩৭টি যানবাহনের ট্যাক্স টোকেন বাবদ ১ কোটি ৪৩ লাখ আয় হয়েছে। এছাড়া লার্নার খাতে ২১ লাখ, রুট পারমিট বাবদ ২৫ লাখ ২৫ হাজার ও ফিটনেস থেকে সাড়ে ৪০ লাখ টাকা আয় হয়েছে। তিনি বলেন, বিআরটিএ’র ২৭টি খাত থেকে সর্বমোট ১০ কোটি ৩০ লাখ ২৫ হাজার ৩০ টাকার রাজস্ব আয় হয়েছে। পুলিশের ট্রাফিক বিভাগের রেজিস্ট্রেশন বিরোধী অভিযানের প্রেক্ষিতে রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে বলেও দফতর সূত্রে বলা হয়েছে।