কায়েতপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে বোমা বিস্ফোরণ ও প্রাণনাশের গুমকির অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: অবৈধভাবে জমি দখল নিতে আলমডাঙ্গার কায়েতপাড়ার মোস্তাফিজের বাড়িতে বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন মোস্তাফিজের সদ্য রোপণকৃত জমির ধান তসরুপ করে। রাতে বাড়ির সামনে বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। যাওয়ার সময় তাকে ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। বর্তমানে ওই ব্যক্তি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার কায়েতপাড়ার মৃত রহমতুল্লাহ জোয়ার্দ্দারে ছেলে মোস্তাফিজুর রহমান উত্তরাধিকার সূত্রে ১৩ বিঘা জমি পান। মোস্তাফিজুর রহমান জানান, আরএস রেকর্ডে তার এ জমি একই গ্রামের আবুল হোসেন জেয়ার্দ্দারের ছেলে বজলুর রহমান ও তাদের ভাইদের নামে ভুলক্রমে রেকর্ড হয়ে যায়। এ ঘটনার পর তিনি রেকর্ড সংশোধনী মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলা বিচারাধীন রয়েছে। এ নিয়ে তাদের পরস্পরের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই জমিতে তিনি ধানের চারা রোপণ করেছেন। এ অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বজলুর রহমান তার ভাই মিজানুর রহমান, ইজাজুল হক, হাফিজুর রহমান, নুরুল হকের ছেলে মারুফ হোসেন, নজরুল ইসলাম, কারু হোসেন, সিরাজুল ইসলামসহ বেশ কিছু লোকজন একত্রিত হয়ে তার জমিতে গিয়ে লাগানো ধান নষ্ট করে। রাতে মোস্তাফিজের বাড়ির সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমার প্রচ- শব্দে মোস্তাফিজের পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। প্রতিপক্ষরা যাওয়ার সময় মোস্তাফিজ ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। বর্তমানে প্রতিপক্ষের ভয়ে কৃষক মোস্তাফিজ বাড়ি ছাড়া। তিনি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে গতকাল বুধবার তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।