চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া-রাঙ্গিয়ারপোতা রাস্তার কাজের উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান
বেগমপুর প্রতিনিধি: আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় আ.লীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে। এ জন্য আবারও নৌকায় ভোট দিতে হবে। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ মডেল। রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানেরও উন্নয়ন ঘটেছে। সুখী সমৃদ্ধ দেশ গড়তে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এর জন্য সকলকে সতর্ক থাকতে হবে। আপনাদের দেয়া দায়িত্ব পালনে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছি। সুযোগ পেলে এর পরিধি আরও বাড়াতে চাই। জীবনের বাকিটা সময় যেন মানুষের সেবা করে কাটাতে পারি। সকলের সহযোগিতা পেলে চুয়াডাঙ্গা জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া-রাঙ্গিয়ারপোতা রাস্তার এইচবিবি কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন। তিনি আরও বলেন, আমার কাছে ব্যক্তির উন্নয়নের চাইতে সার্বিক উন্নয়ন অনেক গুরুত্বপূর্ণ। তাই জেলা পরিষদের বরাদ্দকৃত সকল কাজের গুণগত মানও তদারকি করা হচ্ছে। কাজের মানের সাথে কোনো আপস নয়। জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মসলেম উদ্দীনের বাড়ি থেকে আকন্দবাড়িয়া বটতলা বাজার পর্যন্ত ২৯০ মিটার রাস্তার এইচবিবি করণ কাজ উদ্বোধন করেন তিনি। এসময় সাথে ছিলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা পরিষদের সদস্য খলিলুর রহমান, শহিদুল ইসলাম সাহান, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক স্বপন, শাহীন রেজা, জেলা কৃষকলীগের দফতর সম্পাদক কামরুল ইসলাম, যুবলীগ নেতা টাইগার, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ছামাদুল, ঠিকাদার মর্তুজা, আজিজ প্রমুখ।