জেলা জাতীয় পার্টির একাংশের তীব্র প্রতিবাদ : সভাপতির বিরুদ্ধে অভিযোগ
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় পার্টি ঘোষিত সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যা গত ২৯ অক্টোবর দৈনিক মাথাভাঙ্গাসহ স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশ হয়। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে কুতুবউদ্দিনকে আহ্বায়ক ও নজরুল মিয়াকে সদস্য সচিব করা হয়েছে। যা জেলা কমিটির সভাপতি আব্দুল হামিদ ও যুগ্মসাধারণ সম্পাদক কামারুল ইসলাম স্বাক্ষারিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়। আহ্বায়ক কমিটির তালিকা পত্রিকায় প্রকাশ হওয়ার পর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিমসহ একাংশ তীব্র প্রতিবাদ করেছেন। তিনি এ কমিটির বিরুদ্ধে আপত্তি তুলে বলেছেন- দলের জেলা সভাপতি আব্দুল হামিদ মোটা অঙ্কের উৎকোচ গ্রহণের মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি এবং কমিটিতে কুতুবউদ্দিনকে আহ্বায়ক ও নজরুল মিয়াকে সদস্য সচিব করেছেন। ঘরে বসে একক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কমিটির বিরুদ্ধে দলের সহসভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদি, আনছারুল ইসলাম ও রহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিলন হোসেন, সহকারী সম্পাদক সানোয়ার হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও বিপুল হোসেনসহ দুই তৃতীয়াংশ সদস্য প্রতিবাদ জানিয়েছেন। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিমসহ প্রতিবাদকারীরা এ কমিটি ভেঙে দিয়ে সকলের আলোচনার ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।