সাজ সাজ রব : নিরাপত্তার চাদরে মোড়ানো হচ্ছে দর্শনা
দর্শনা অফিস: ২ যুগ পর দামুড়হুদা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আজ বুধবার। এ সম্মেলনকে ঘিরে মহাব্যস্ত সময় পার করতে হয়েছে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে। উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক প্রস্তুতিসভা, সম্মেলন সফল করার লক্ষ্যে আগেভাগেই জানান দেয়া হয়েছে এ সম্মেলনের দিনক্ষণ। টানা ২৪ বছর পর উপজেলা যুবলীগের সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। সম্মেলন এলাকাসহ আশপাশে ছবি সংবলিত ডিজিটাল বিলবোর্ড ও ব্যানারে যেন ছেয়ে রাখা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে প্রচারণার ঝড় তুলেছে যুবলীগ নেতৃবৃন্দ ও সমর্থকরা। দর্শনাসহ বেশ কয়েকটি স্থানের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। কমিটির পদের আশায় অনেকটাই গোপনে দলের নীতি নির্ধারকদের স্মরণাপন্ন হচ্ছেন পদ প্রত্যাশীরা। এখন শুধু দেখার অপেক্ষামাত্র উপজেলা যুবলীগের কমিটিতে কে কে ঠাঁই পায়। আজ বুধবার সকাল ১০টার দিকে দর্শনা দর্শণ সিনেমাহল চত্বর (আ.লীগের সভামঞ্চে) অনুষ্ঠিত হবে দামুড়হুদা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগরের সার্বিক ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ। প্রধান অতিথি থাকবেন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, প্রধান বক্তা থাকবেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সামসুল আবেদীন খোকন। সভাপতিত্ব করবেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ। অনুষ্ঠান পরিচালনা করবেন, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আ. হান্নান ছোট। সম্মেলন সফল ও সার্থক করতে গতকাল মঙ্গলবার যুবলীগের পক্ষ থেকে সন্ধ্যার পর খ- খ- মিছিলে মুখরিত হয়ে ওঠে গোটা দর্শনা। যথা সময়ে সম্মেলন আসার আহ্বান জানিয়েছেন, এমপি আলী আজগার টগর। এ সম্মেলনে উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে কোনো প্রকার প্রার্থী ফরম দেয়া হয়নি। উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আ. হান্নান ছোট জানান, যেহেতু জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি নেই, সেহেতু কেন্দ্রের নির্দেশনা মোতাবেক এ কমিটি গঠন করা হবে। সেক্ষেত্রে প্রার্থীদের আবেদনের ব্যবস্থা রাখা হয়নি। এ দিকে সম্মেলনকে ঘিরে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে কঠোর নজরদারিতে থাকছেন প্রশাসন। দর্শনাসহ গোটা উপজেলাকে নিরাপত্তা চাঁদরে মুড়িয়ে রাখা হচ্ছে। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় আমরা কঠোর অবস্থান গ্রহণ করতে পিছু পা হবো না। সম্মেলনকে ঘিরে সকাল ৮টা থেকে রাত পর্যন্ত উপজেলার ১০টি পুলিশ ক্যাম্পের পুলিশি টহল অব্যাহত থাকবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হবে পুলিশ। সম্মেলন এলাকায় ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৩ জন ইন্সপেক্টর সার্বক্ষণিক নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। এছাড়া ১৮জন সাবইন্সপেক্টরের নেতৃত্বে থাকছে প্রায় ৭০জন পুলিশ সদস্য। তাছাড়া র্যাব, গোয়েন্দা পুলিশ ও ডিএসবি পুলিশের টহল অব্যাহত রাখা হবে।