দর্শনা অফিস: দর্শনা পুরাতন বাজার মাস্টার ফার্মেসিতে ওষুধ চুরির সময় হাতেনাতে চোর পাকড়াও করেছে ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডপাড়া আন্তানু পিনারুর ছেলে মিঠু পিনারু ক্যান্সারের ওষুধ কেনার অজুহাতে মাস্টার ফার্মেসিতে যায়। এসময় ফার্মেসির মালিক আবু সাঈদ দোকানে না থাকার সুযোগে মিঠু পিনারু র্যাক থেকে প্রায় ২ হাজার টাকার ওষুধ চুরি করে পকেটে ভরে। এ দৃশ্য দেখে প্রতিবেশী দোকানি হাতেনাতে ধরে ফেলে অভিযুক্ত চোর মিঠুকে। উত্তমমধ্যম দিয়ে মিঠু পিনারুকে দর্শনা পুলিশে সোপর্দ করেছেন বাজারের ব্যবসায়ীরা।