জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশের অভিযানে জীবননগর সীমান্তের মাদক সম্রাট মশিয়ার রহমানকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার সময় জীবননগর থানার এএসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট মশিয়ারকে হরিহরনগর বাজার থেকে আটক করে পুলিশ।
থানা ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার সময় হরিহরনগর বাজারে পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের মতেহার হোসেনের ছেলে মাদক সম্রাট মশিয়ারকে গ্রেফতার করে। জীবননগর থানার এএসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি সাংবাদিকদের জানান, বিজিবির মামলায় মশিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে। তবে এলাকাবাসী জানিয়েছে গ্রেফতারের সময় মশিয়ারের নিকট ইয়াবা থাকতে পারে।