জীবননগর ব্যুরো: স্কুলে যাওয়ার পথে করতোয়া স্কুলের ৮ম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক রাস্তার পাশের আমবাগানে নিয়ে প্রেম নিবেদনের চেষ্টা করা হয়েছে। স্কুলছাত্রী তাতে রাজি না হওয়ায় এ সময় তাকে শ্লীলতাহানীর অপচেষ্টা করা হয়। ঘটনাকালে বাগান মালিক সেখানে উপস্থিত হলে স্কুলছাত্রীটি শ্লীলতাহানীর হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। বখাটে রাশেদ ও আকরামকে এসময় তিনি ধরে নিয়ে স্কুলে সোপর্দ করেন। পরবর্তীতে সালিসে শাস্তি দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার হরিহরনগর গ্রামের ওই ছাত্রীটি করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে লেখাপড়া করে। স্কুলে যাতায়াতের পথে একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রাশেদ তাকে উত্ত্যক্ত করে আসছিলো। গতকাল মঙ্গলবার ওই ছাত্রীটি স্কুলে যাওয়ার পথে তাকে রাশেদ ও তার চাচাতো ভাই লাল মোহাম্মদের ছেলে আকরাম রাস্তা থেকে ধরে জোরপূর্বক শামীমের আমবাগানের মধ্যে নিয়ে যায়। এ সময় তাকে প্রেম নিবেদন করে রাশেদ। স্কুলছাত্রী তার প্রস্তাবে সাড়া না দিলে দু’জনে মিলে তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে। ঘটনাক্রমে বেনীপুরের করিম ম-লের ছেলে বাগান মালিক শামীম এ সময় বাগানে এসে স্কুলছাত্রীকে উদ্ধারসহ রাশেদ ও আকরামকে ধরে নিয়ে স্কুলে সোপর্দ করে। পরবর্তীতে তাদের অভিভাবক ও এলাকার সূধীবৃন্দদের ডেকে সালিস করা হয়। সালিসে তাদেরকে শাস্তি দিয়ে সতর্ক করে ছেড়ে হয় বলে জানা গেছে।