দামুড়হুদা প্রতিনিধি: আগামী ৩১ জানুয়ারি দামুড়হুদা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছেন। ওই সম্মেলন বন্ধের দাবিতে দামুড়হুদা উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক অ্যাড. আবু তালেবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে সম্মেলন বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি দামুড়হুদা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অ্যাড. আবু তালেবের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের অন্যতম নেতা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা রেজাউল হক, আওয়ামী লীগ নেতা সৈয়দ আফজালুর রহমান বুলু, ইয়াছনবী, আব্দুল হামিদ, যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, হযরত আলী, জাহিদুল মেম্বার, জামাত আলী, সাজেদুল ইসলাম মিঠু, হাসান আল বাখার ডলার, শাহিন, রাজু, লাল্টু, রুস্তম, হাফিজ, ছাত্রলীগের রবীন, পাপন, জাহাঙ্গীর মনিরুলসহ প্রমুখ। বক্তারা বলেন, যারা প্রকৃত যুবলীগের রাজনীতির সাথে জড়িত ত্যাগী পোড় খাওয়া নেতা তাদেরকে বাদ দিয়ে একটি স্বার্থান্বেষী মহল যুবলীগের নামধারী কতিপয় ব্যক্তিকে নিয়ে আগামী ৩১ জানুয়ারি উপজেলা যুবলীগের সম্মেলন করতে যাচ্ছেন। আমরা তাদের উদ্দেশে বলতে চাই আপনারা এ নোংড়া খেলা বন্ধ করুন। দামুড়হুদা উপজেলা যুবলীগের সম্মেলন ও কমিটি গঠন করা হবে যুবলীগের প্রকৃত নেতাকর্মীদের নিয়ে। এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে সম্মেলন আয়োজনকারীদের অনুরোধ করছি এ নোংড়া খেলা বন্ধ করুন। তা না হলে যুবলীগ জানে সম্মেলন কিভাবে বন্ধ করতে হয়।