দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার মোট ৮ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ১শ’ গ্রাম গাঁজাসহ ১০ পিস ইয়াবা ট্যাবলেট। গত রোববার রাতে দামুড়হুদা মডেল থানার এসআই উত্তম, এসআই তপন কুমার নন্দী, এএসআই তৌহিদুর রহমান, এএসআই সালেকুজ্জামান এবং দর্শনা তদন্ত কেন্দ্রের এএসআই লাভলু মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতদের গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলা সদরের সাতগাড়ীর ফজলুর রহমানের ছেলে কাজল, সিঅ্যান্ডবিপাড়ার আছির উদ্দীনের ছেলে ইব্রাহিম, কেদারগঞ্জের ফারুকের ছেলে শামিম, দৌলতদিয়াড়ের মজনুর ছেলে শিলন, বিষ্ণুপুর গ্রামের শফিকুলের ছেলে মাহফুজ, রদ্রনগর গ্রামের নুরু ম-লের ছেলে নজরুল ইসলাম, দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের মওলার ছেলে শামসুল ইসলাম এবং দামুড়হুদা দশমীপাড়ার আজিজুলের ছেলে হাসান। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।