জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ গতকাল সোমবার মাদকবিরোধী ও পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ২জনকে আটক করেছে। এসময় অভিযান চালিয়ে ৫ ওয়ারেন্টিকে গ্রেফতার করা হয়েছে। থানার নবাগত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মাহ্মুদের নেতৃত্বে সাব-ইন্সপেক্টররা এ অভিযান পরিচালনা করেন।
থানা সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ মাহ্মুদের নেতৃত্বে এসআই নাহিরুল ইসলাম, এসআই কাজি শামসুল আলম, এসআই তারিকুল ইসলাম ও এএসআই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলা সীমান্তের নতুনপাড়া থেকে সাব-ইন্সপেক্টর কাজি সামসুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়ালপাড়া গ্রামের মকছেদ আলীর ছেলে গাজী উদ্দিনকে ৮৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। এসময় তার অপর সঙ্গী একই গ্রামের বাকীয়ার কাজীর ছেলে মাদকব্যবসায়ী কবু কাজী পালিয়ে যায়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে মাদকসেবী খায়রুলকে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে পুলিশি অভিযানে গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত ৫ আসামি হচ্ছে উথলীর বিশারতের ছেলে আশাদুল, গঙ্গাদাসপুরের আবু সিদ্দীকের স্ত্রী ফতে খাতুন, শওকত আলীর স্ত্রী আঞ্জুয়ারা, হাসপাতালপাড়ার মৃত হাতেম আলীর ছেলে বল্টু ও আশরাফুলের স্ত্রী সাথী।