বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ), চুয়াডাঙ্গা জেলা শাখা ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের যৌথ আয়োজনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা হোটেল ভিআইপি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা.মঞ্জুরুল ইসলাম বেলু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডা. মো. খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শামীম কবির, বিডিএম কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা.আক্তারুজ্জামান, বিডিএমএ ঝিনাইদহ জেলার সভাপতি ডা. আতিয়ার রহমান, ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক ডা. মোমিনুর রহমান, বিডিএমএ চুয়াডাঙ্গা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা.হারুন অর রশিদ পলাশ, সাংগঠনিক সম্পাদক ডা. রোকনুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক ডা.নাজমুল হক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের আরএসএম লিটন চন্দ্র মজুমদার, এরিয়া ম্যানেজার মিজানুর রহমান। অনুষ্ঠানটির সার্বিক ব্যাবস্থাপনা ও পরিচালনায় ছিলেন বিডিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. রবিউল ইসলাম।-প্রেস বিজ্ঞপ্তি।