আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে আসমানখালী বাজারে পানের হাট প্রাঙ্গণে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা শাখার সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। প্রধান বক্তা ছিলেন হযরত মাও. মোহাম্মদ জহুরুল ইসলাম আজিজী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি ডা. জিনারুল ইসলাম, সহসভাপতি রুহুল আমিন সোহেল, সাংগঠনিক সম্পাদক তুষার ইমরান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি আলিমুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, দামুড়হুদা উপজেলা সভাপতি এনামুল হক, আলমডাঙ্গা উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, কারী বেলাল হোসেন আরও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও. মোহাম্মদ মহিবুল ইসলাম। অনষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আসমানখালী থানা শাখার সেক্রেটারি মোহাম্মদ একরামুল হক। বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দলটিতে আপনি আপনার মূল্যবান ভোট দিয়ে জয়জুক্ত করলে আপনার সেই ভোটের ফল কখনও বিফল হবে না, পরোকালে আপনি সেই ফল ভোগ করতে পারবেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলের সরকার যদি আপনাদের ভোটে জয়জুক্ত হয়ে দেশ পরিচালনা করেন, তবে দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গি, সুধ, ঘুষ, ব্যাভিচার মুক্ত হবে দেশ ও জাতি আর সমাজ তখনই পরিপূর্ণ শান্তি পাবে।