মাথাভাঙ্গা ডেক্স: অস্ট্রেলিয়ার সিডনিতে জাতীয়তাবাদী অস্ট্রেলিয়া সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীর নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিক-উল- ইসলাম তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মসলেহ উদ্দীন হাওলাদার আরিফ, অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলস বিএনপির সভাপতি প্রকৌশলী কামরুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির উপদেষ্টা ড. জহিরুল হক মোল্লা, অস্ট্রেলিয়া বিএনপির সিনিয়ার সহসভাপতি মনজুর মোরশেদ সারোয়ার বাবু, অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক এসএম নিগার এলাহী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাসিম উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপি নেতা কুদরত উল্লাহ লিটন, সহসভাপতি হাবিব মোহাম্মদ জকি, মোবারক হোসেন, আবুল কালাম আজাদ, ড. মোহাম্মদ আলী মনি, আখলাকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অস্ট্রেলিয়া সভাপতি ইয়াসির আরাফাত সবুজ, যুবদল নেতা আবু সায়েম সুমন। অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এএনএম মাসুমের পরিচালনায় সিনিয়র সহসভাপতি এসএম খালেদ, কোষাধ্যক্ষ আজাদ কামরুল হাসান, দফতর সম্পাদক আবদুস সামাদ শিবলু, প্রচার সম্পাদক আবুল কাশেম, যুব বিষয়ক সম্পাদক খায়রুল কবির পিন্টু, স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক মোহাইমেন খান মিশু, আবদুল্যাহ আল মামুন, জেবেল হক জাবেদ, কাজি নেওয়াজ আশরাফ, নজরুল ইসলাম, রাসেল আলম, সম্পাদক অনুপ আন্তনী গোমেজ, ভিক্টোরিয়া স্টেট বিএনপির সভাপতি শরীফ আল মামুন, সাধারণ সম্পাদক তৌহিদ পাটওয়ারী, ডারউইন বিএনপির সভাপতি ইনিজনিয়ার মোস্তাফিজ আল মামুন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং সাউথ অস্ট্রেলিয়া বিএনপির সাবেক আহ্বায়ক ফরিদ আহম্মেদ ও সাবেক সদস্য সচিব সফিকুল ইসলাম সফি প্রমুখ।