মেহেরপুর অফিস: বাংলাদেশ তাঁতিলীগ মেহেরপুর সদর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির উদ্যোগে গতকাল রোববার বিভিন্ন রাজনৈতিক নেতা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এদিন বেলা ১২টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সদর থানা তাঁতিলীগের সভাপতি সোহেল আহমেদের নেতত্বে উপস্থিত ছিলেন জেলা তাঁতিলীগের সভাপতি নূর ইসলাম সুবাদ, সহসভাপতি নাদিম হোসেন ও রাজিব, শহর যুবলীগের যুগ্মসম্পাদক শহিদুজ্জামান সুইট, সদর থানা তাঁতিলীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল, সহসভাপতি মুক্তি, মোস্তাক, সাংগাঠনিক সম্পাদক রুবেল প্রমুখ। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া একই দিন তারা মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিসুর রহমান, পৌর মেয়র ও জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন এবং যুগ্মআহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।