মেহেরপুর অফিস: গতকাল রোববার বেলা ১১টায় যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে বিশ^ কুষ্ঠ দিবস-২০১৮ পালিত হয়। দ্য ইন্টারন্যাশনাল লেপ্রসী মিশন বাংলাদেশের সহযোগিতায় যৌথভাবে স্বাস্থ্য বিভাগ ও সালোম/চার্চ অব বাংলাদেশ সোস্যাল ডেভেলোপমেন্ট প্রোগ্রাম (সিবিএসডিপি) মেহেরপুরের আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসটির প্রতিপাদ্য হলো ‘কুষ্ঠ রোগে বালক বালিকায় আর কোনো প্রতিবন্ধিতা নেই’। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাসের নেতৃত্বে পৌর ঈদগাহ মাঠ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলোক কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আনোয়ারুল ইসলাম ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম।