মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে মুজিবনগর সরকারি শিশু পরিবার চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল ।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ উপপরিচালক দেলোয়ার হোসেন, মুজিবনগর থানা ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা আওয়ামী সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী, উপদেষ্টা আকবার জালাল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। স্বাগত বক্তব্য রাখেন মুজিবনগর সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মাহেজেবিন কেমি। শিক্ষক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তনময় কুমার সাহা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মতিউর রহমান মতিন প্রমুখ। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে শিশু পরিবারের ছাত্রীরা।