মেহেরপুর অফিস: সরকারি কোষাগার থেকে বেতনভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে ৩ দিনের কর্মবিরতি পালন করছে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল রোববার সকাল থেকে মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণে মেহেরপুর ও গাংনী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি শুরু করেছেন। সংগঠনের জেলা শাখার সভাপতি ও মেহেরপুর পৌর সচিব তফিকুল আলমের নেতৃত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী শামিম রেজা, মেহেরপুর পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম খান, সাধারণ সম্পাদক সানেয়ার হাসান দিপু, গাংনী শাখার সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক এনামুল হক, আবুল কালাম আজাদ, শফিউদ্দিন, জয়নাল আবেদীন, খালেদা বানু, মেহেদী আল মামুন, নুর মোহাম্মদ, মিলন হোসেনসহ দুটি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নেন। এসময় বক্তারা জানান, কর্মবিরতি চলাকালীন সময়ে শুধুমাত্র পানি সরবরাহ ব্যতিত সড়ক বাতিত, পরিস্কার পরিচ্ছন্নতা, দাফতরিক কাজসহ অন্যান্য সকল সেবা বন্ধ থাকবে।