মহেশপুর প্রতিনিধি: গতকাল রোববার সকালে মহেশপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশের সংবিধান জানা সকলের প্রয়োজন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামীদুর রহমান ডিগ্রি কলেজ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল হক, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শওকত আলী, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। সেমিনারে বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ দিকনিদের্শনা দেন সাংবাদিক আব্দুল্লাহ নুহু। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রহমান ও মুন্সি মাহবুবুর রহমানসহ কলেজের শিক্ষকবৃন্দ।