দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ মাদকসেবীকে আটক করেছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল রোববার রাত ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটককৃতরা জরিমানার টাকা নগদে পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। অর্থদ-প্রাপ্তরা হলো দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের খোদাবক্সের ছেলে হারুন (২৫), একই গ্রামের গোলাম হোসেনের ছেলে আশাদুল হক (৩০), মদনা গ্রামের মুলামের ছেলে মোস্তফা (২৬), একই গ্রামের আশাদুলের ছেলে ইমরান (২৮), কালিয়াবকরির আজিবারের ছেলে কালু (৩০), চুয়াডাঙ্গা জেলা সদরের বাগানপাড়ার মোস্তফা আল মাহমুদ লেলিন (৩৫) এবং চুয়াডাঙ্গা বড়বাজার এলাকার আজিবারের ছেলে মাসুদ রানা (২৮)। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গত ২৩ জানুয়ারি থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে এবং তা ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে।