দর্শনা অফিস: দামুড়হুদার বড়বলদিয়া বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ বড়বলদিয়া গ্রামের ফারুক নামের অভিযুক্ত এক মাদককারবারীকে আটক করেছে। ফারুকের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গত পরশু শনিবার রাত ১১টার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের নায়েক হারুন-অর-রশিদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ইউনিয়নের সাড়াবাড়িয়া তিনরাস্তার মোড় নামক স্থানে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, তিন রাস্তার মোড় থেকে আটক করা হয় বড়বলদিয়া গ্রামের আজির আহমেদের ছেলে ফারুক হোসেনকে (৫০)। আটককৃত ফারুকের কাছ থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে জানায় বিজিবি। এ ঘটনায় নায়েক হারুন-অর-রশিদ বাদি হয়ে আটককৃত ফারুকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।