দর্শনা অফিস: সমাজকে সচেতন ও জাগ্রত করায় আমাদের লক্ষ্য এ শ্লোগানকে বুকে ধারণ করে একঝাঁক তরুণ নিয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন দর্শনা রেসপন্স। শিক্ষার্থীদের সঞ্চয়ের টাকায় পরিচালিত রেসপন্স দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাদানে সহযোগিতার হাত বাড়ানোসহ সেচ্ছাসেবামূলক কার্যক্রম করে আসছে বেশ কিছুদিন ধরে। গতকাল রোববার সকাল ১০ টার দিকে দর্শনা ডিএস সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসার ১ম থেকে ৫ম শ্রেণির প্রায় ২শ’ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি গোলাম ফারুক আরিফ। উপস্থিত ছিলেন দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, দর্শনা দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, শিক্ষক জগলুল হায়দার আফ্রিক, রেসপন্সের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, সজিব, ফারুক, শান্ত, ইমন, সাফায়াত, শিলন, হাসিব, প্রিন্স, সোহেল প্রমুখ।