জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার নতুন তেঁতুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু বকর (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………..রাজেউন)। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে বার্ধক্যজনিত রোগে তিনি তার নিজ বাড়িতে মারা যান। আজ সোমবার সকাল ১০টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল আলম ছাত্তার জানিয়েছেন, সন্ধ্যায় তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং রাত সাড়ে ৮টা দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সোমবার সকাল ১০টায় তেঁতুলিয়া ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাজায় সকলকে উপস্থিত থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। মুক্তিযোদ্ধা আবু বকরের মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক কমান্ডার সামসুল আলম ছাত্তার গভীর শোকপ্রকাশসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।