মেহেরপুর অফিস: জাতীয় পার্টির মেহেরপুর সদর উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. কুতুবউদ্দীনকে আহ্বায়ক ও মো. নজরুল মিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টির মেহেরপুর সদর উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গতকাল রোববার বেলা ১১টার দিকে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনাসভা শেষে ওই কমিটির অনুমোদন দেয়া হয়। আলোচনা সভায় মেহেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মোসলেম আলী, সহসভাপতি আব্দুল বাকী, যুগ্মসাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি আব্দুল গফুর, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।