চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিরতণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিরতণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজের মিলনায়তনে এসব অনুষ্ঠিত হয়। কলেজছাত্রী অন্তরা খাতুনের কোরআন তেলওয়াত ও শিক্ষক বিশ্বনাথ কর্মকারের গীতা পাঠের পর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিনভাগে অনুষ্ঠানমালা সাজানো হয়।
বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি উদযাপন কমিটির আহ্বায়ক মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম। অতিথি ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলেজছাত্রী তামান্না খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষক সুলতানা জান্নাতুল ফেরদৌসী। সর্বাধিক বিষয়ে পুরস্কৃত হওয়ায় কলেজের দুই কৃতী ছাত্রী উম্মে খাদিজা আঁখি ও জান্নাতুল ফেরদাউস জেরিনকে সেরাদের সেরা হিসেবে বিশেষ পুরস্কার দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ বলেন, কে বিজয়ী আর কে বিজীত সেটা বড় কথা নয়, তোমরা পারো এটা প্রমাণিত হয়েছে। লেখাপড়ার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিতে মনোনিবেশ করতে হবে। সুস্থ সংস্কৃতির চর্চা করলে হানাহানি থাকবে না।

Leave a comment