বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্তগ্রাম ফুটবল লিগ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ যুব সংঘের আয়োজনে গতকাল রোববার বিকেলে দোস্তগ্রাম পূর্ব মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নিয়ে সুমন ইলেকট্রনিক্স একাদশকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে আনন্দ যুব সংঘ জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রাজু আহমেদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, দর্শনা পৌর আ.লীগের দপ্তর সম্পাদক আলী মুনসুর বাবু। আ.লীগ নেতা আ. বারী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আ. হান্নান ছোট, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম। সাংবাদিক নজরুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা আ. খালেক মোল্লা, ইউপি সদস্য আবু সালেহ, কায়েশ উদ্দিন, জিল্লুর রহমান, আজাদুল ইসলাম, আহসান হাবীব, হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল আজম মিন্টু, যুবলীগ নেতা এনাফ বিশ্বাস। ইথুন ও রাজুর ধারাভাষ্যে সার্বিক সহযোগিতায় সুমন বিশ্বাস, আবু সালেহ, আবু মুসা মল্লিক, আমিরুল, রিপন, সবুজ, শাহীন, জামিরুল, ইলিয়াস, মহাসিন প্রমুখ। পরে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মধ্যে দুটি ছাগল, ট্রফি, ক্রেস্ট ও ম্যাডেল বিভিন্ন পুরস্কার বিতরণ করেন অতিথিরা।