কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং (ডিম খাওয়ানো) কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে গ্যালাক্সি যুব উন্নয়ন সমিতির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি শহিদুল সর্দার। আরও উপস্থিত ছিলেন গ্যালাক্সি যুব উন্নয়নের সম্পাদক মনিরুজ্জামান, সাখাওয়াত হোসেন, পল্লি চিকিৎসক বিল্লাল হোসেন প্রমুখ।