আলমডাঙ্গার এনায়েতপুরে ১৩ গ্রামের লোকজনকে খানা দিয়ে মাতব্বারি নিলেন আব্দুল হান্নান

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আব্দুর হান্নান ১৩ গ্রামের লোকজনকে খানা খাইয়ে মাতব্বারি নিয়েছেন। গতকাল রোববার তার মায়ের কুলখানী অনুষ্ঠানে এলাকার ১৩ গ্রামের মাতব্বরেরা তাকে মাতব্বারি পাগড়ি পরিয়ে দেন। জানা গেছে, গতকাল রোববার আলমডাঙ্গার বাড়াদীর এনায়েতপুর গ্রামের মৃত কায়েম আলী ম-লের ছেলে আব্দুল মান্নানের মায়ের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় ১৩ গ্রামের মাতব্বরের উপস্থিতিতে তাকে মাতব্বারি পাগড়ি পরিয়ে দেয়া হয়। পাগড়ি পড়ানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়াকুলি গ্রামের রেজাউল করিম টগর, শ্যামপুরের বেলাল হোসেন ও আব্দুল মালেক, মাদারহুদার নিজাম আলী, গোপালনগরের বকুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মকবুল হোসেন, এনায়েতপুরের আবুছদ্দিন মাস্টার, আনান্দবাসের নূর ইসলাম, দুর্গাপুরের আয়ুব আলী, নতিডাঙ্গার শামসুল হক, অনুপনগরের মালিক মেম্বার, আঠারখাদার শামিম আলী, দুর্লভপুরের রমিজ উদ্দিনসহ স্থানীয় মতাব্বরগণ। পাগড়ি পড়ানো অনুষ্ঠান শেষে আব্দুর হান্নানের আত্মীয়-স্বজনসহ ১৩ গ্রামের লোকজনকে খানা খাওয়ানো হয়।