মেহেরপুর অফিস: মেহেরপুরে ক্ষুদে ক্রিকেটারদের উৎসাহ দিতে মেহেরপুর প্রেসক্লাব ও এমকেএসপি’র ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে হয়ে গেলো প্রীতি ক্রিকেট ম্যাচ। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এমকেএসপি ক্রিকেট একাডেমি ৪ উইকেটে মেহেরপুর প্রেসক্লাবকে পরাজিত করে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এমকেএসপি ক্রিকেট একাডেমি। ব্যাট করতে নেমে মেহেরপুর প্রেসক্লাব ৬ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ বল পর্যন্ত খেলে জয়ের লক্ষে পৌঁছে যায় এমকেএসপি ক্রিকেট একাডেমি।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রেজাউল করিম, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহাম্মেদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের সাবকে যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপদেষ্টা তুহিন আরন্য। খেলাটির আয়োজন করেন এমকেএসপি ক্রিকেট একাডেমির পরিচালক ও পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। খেলার ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক মিজানুর রহমান।