মহেশপুর প্রতিনিধি: মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে মহেশপুর শিক্ষা ট্রাস্টের আয়োজনে ২০১৭ শিক্ষাবর্ষে জিপিএ ৫ প্রাপ্ত জেএসসি ও জেডিসি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, শিক্ষক ম-লীর মধ্য থেকে বক্তব্য রাখেন এটিএম খইরুল আনাম, মহেশপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কাজি আতিয়ার রহমান, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান। এছাড়া কৃত্রি ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের আকিবা সুলতানা, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের তাসলিম তুরাবী, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মাসুদুর জহির, রেজাউল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ১৭২জন কৃত্রি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা।