আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভোগাইল বগাদীতে ব্যাডমিন্টনের ফাইনালে খোকন-ইকোন জুটি জয়ী। ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদী ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে প্রাইমারি স্কুলমাঠে গত শুক্রবার রাতে এই ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে রাত সাড়ে ৩টার দিকে ফাইনাল খেলায় নান্দরাব একাদশের মুখোমুখি হয় আসমানখালী খোকন-ইকোন একাদশ। নান্দবার একাদশকে হারিয়ে আসমানখালী একাদশ জয়লাভ। খেলায় সভাপতিত্ব করেন ভোগাইল বগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নেজাদ আশরাফী সোহান মিয়া। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য কাজল রেখা। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক গিয়াস উদ্দীন বাবু মিয়া, শরিফ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবর রহমান, ইউপি সদস্য সাজেদুল ইসলাম, হাফিজুর রহমান মিয়া, মারফত আলী, আরিফুল ইসলাম, আশরাফুল আলম, হাসিবুল, রফিকুল, দেলোয়ার জাহান ঝন্টু, সোরাফ উদ্দীন ও ইলিয়াস হোসেন। খেলার তত্ত্বাবধানে ছিলেন লিংকন মিয়া, মানিক, সুমন, সাগর, আলামিন, রেফারি শিমুল কুমার ও শাহিন আলম।