স্টাফ রিপোর্টার: বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের ইনজুরিতে পড়ায় চলতি মাসের শেষ দিন শ্রীলঙ্কার বিপক্ষে হতে যাওয়া প্রথম টেস্ট থেকে বাদ পড়ল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে লঙ্কান ইনিংসের ৪২তম ওভারে বল থামাতে গিয়ে আঙ্গুলে আঘাত পান সাকিব। ঘটনার পরপরই বাঁহাতি অলরাউন্ডারকে দ্রুত নেওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, সাকিব চোট পেয়েছেন বামহাতের কনিষ্ঠ আঙুলে। এক্স-রে রিপোর্টে কোনো ফ্রাকচার ধরা না পড়লেও হাতে তিনটি সেলাই দিতে হয়েছে। এরফলে চট্টগ্রামে হতে যাওয়া প্রথম টেস্টটি সাকিব খেলতে পারছেন না।