মিনিস্টার মাইওয়ান চুয়াডাঙ্গা শো রুমে সেমিনার
স্টাফ রিপোর্টার: ‘আমার পণ্য আমার দেশ, গড়ব বাংলাদেশ’ স্লোগান সামনে নিয়ে একের পর এক চমক এনেছে মাইওয়ান মিনিস্টার। গতকাল শনিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা শোরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাজি মো. অসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মিনিস্টার মাইওয়ানের প্রস্তুতকৃত ও বাজারজাত করা পণ্যের গুণগত মান নিয়ে এখন আর কোনো সন্দেহের অবকাশ নেই। তাছাড়া চুয়াডাঙ্গাই প্রতিষ্ঠানটির পণ্য নিয়ে কোনো সমস্যা হলে দ্রুত সমাধানের যখন নিশ্চয়তা দিচ্ছে স্বয়ং মালিকপক্ষ তখন আমাদের এ প্রতিষ্ঠানটির পণ্য ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।
মিনিস্টার মাইওয়ান চুয়াডাঙ্গা শোরুম ম্যানেজার কামরুজ্জামান কামাল স্বাগত বক্তব্য দিতে গিয়ে বলেন, আমরাই দেশের মাটিতে তৈরি করছি মিনিস্টার ফ্রিজ। যা দেশের সর্বোচ্চ ১২ বছরের কমপ্রেসার গ্যারান্টি। গ্লাসডোর, বিল্টইন ইস্টাবললাইজার রয়েছে। ৬৬ শতাংশ বিদ্যুত সাশ্রয়ী। এছাড়া মিনিস্টার এলইডিতে সর্বোচ্চ ৭ বছরের ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও রয়েছে গুণগত মানসম্পন্ন হোম অ্যাপ্লিয়েন্স।
সেমিনারে চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ীদের অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন উপস্থিত থেকে মিনিস্টার মাইওয়ানের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের মেধা প্রজ্ঞায় ও অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা মিনিস্টার হাইটেক পার্কের বিভিন্ন দিক তুলে ধরে এ প্রতিষ্ঠান অগ্রযাত্রায় এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক মানেরই শুধু নয়, মিনিস্টার মাইওয়ান ফ্রিজ বিশ্ব বাজারে চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো করেই প্রস্তুত করা হচ্ছে। তাছাড়া ১২ বছরের কমপ্রেসার গ্যারান্টির বিষয়টিও দেশে দৃষ্টান্ত।