খেলাধুলা মানুষের শরীর ও মনের সুপ্ত বিকাশ ঘটায়

আলমডাঙ্গার ভাংবাড়িয়াতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ সামসুল আবেদীন খোকন। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদ- আর শিক্ষকেরা হলো জাতির কর্ণধার। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলা মানুষের শরীর ও মনের সুপ্ত বিকাশ ঘটায়। প্রতিটি শিক্ষার্থী যেমন বই পড়ে জ্ঞানার্জন করে, তেমনই প্রতিটি শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা অপরিহার্য। খেলাধুলা হতে পারে মাদক শক্তির বিকল্প পথ। খেলাধুলা শরীরকে সুস্থ সবল রাখে।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস। তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, ছেলেমেয়েকে শুধু স্কুলে পাঠলে হবে না। তাদের প্রতি খোঁজখবর রাখতে হবে। আপনার সন্তান নিয়মিত স্কুলে যাচ্ছে কি আর সে কাদের সাথে মিশছে এবং লেখাপড়ার ওপরে কতোটুক তার মনোনয়ন দিচ্ছে। কেন্দ্রীয় কৃষকলীগের দফতর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। তিনি বলেন, প্রতিটি ছেলে-মেয়ে স্কুলে এসে শিক্ষকদের সাথে ভালোভাবে আচরণ করবে, আর তোমাদের দ্বিতীয় পিতা-মাতা হলো শিক্ষক-শিক্ষিকা। সেইভাবে প্রতিটি শিক্ষার্থী তোমাদের শিক্ষক-শিক্ষিকাকে সম্মান করবে। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক একেএম জাহিদ হোসেন, জেলা আওয়ামী লীগের আইনজীবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক অ্যাড. শফিকুল ইসলাম শফি, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, জেলা কৃষক লীগের সহ-সভাপতি তহিদুল রহমান চন্দন, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের, সাংগঠনিক সম্পাদক শাহানাজ কবীর খোকন, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাফুজ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন, মালেক, আহম্মদ আলী, ভাংবাড়িয়া ইউনিয়ান যুবলীগের সভাপতি আজাদ আলী বিশ্বাস, সহ-সভাপতি আশরাফুজ্জামান নান্নু, সাধারণ সম্পাদক সুজন আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাফর আলী। এ সময় উপস্থিত ছিলেন রিপন বিশ্বাস, সুমন আলী, শাহিবুল ইসলাম, নিজাম উদ্দীন, আব্দুল জলিল, দাউদ হোসেন, বকুল, রতন কুমার সিংহসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাংবাড়িয়া দাখিল মাদরাসার সভাপতি আব্দুল কুদ্দুস।