আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা হারদী ইউনিয়ন পরিষদ সচিব সোহরাব উদ্দিনকে বিদায় সংবর্ধনা ও নবাগত সচিব আলমগীর হোসেনকে বরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় হারদী ইউনিয়ন পরিষদের হলরুমে বিদায় সংবর্ধনা, বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বিশিষ্ট শিক্ষানুরাগী হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও উদ্যোক্তা মাহফুজুর রহমান জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন নবাগত ইউপি সচিব আলমগীর হোসেন, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, সিদ্দিকুর রহমান, আবুল কালাম আজাদ, শেখ সাহানুর হাসান, মুন্তাজ আলী, মুনছুর আলী, আজিজুর রহমান হিরক, খাইরুল আলম হররোজ, ফরিদ উদ্দিন, হারদী মীর সামছদ্দিন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর খৈয়াম, গ্রাম পুলিশের পক্ষে দফাদার আবু সাঈদ, হিসাব সহকারী জিয়া রহমান, গ্রাম আদালত সহকারী সাগরী খাতুন প্রমুখ।