আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আশার আলো সমিতির বাৎসরিক হিসাব ও সকল সদস্যদের মাঝে লভ্যাংশ প্রদান উপলক্ষে আলোচনাসভা ও লটারির মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার সকালে কাঁচাবাজারে সমিতির কার্যালয়ে আলোচনাসভা শেষে লটারির মাধ্যমে ১১৭জন সদস্যের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। আলোচনা সভায় আশার আলো সমিতির সভাপতি ইয়ামিন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পৌর যুবলীগের সম্পাদক ও বিশিষ্ট হাট ব্যবসায়ী আনোয়ার হোসেন সোনাহার। বিশেষ অতিথি ছিলেন কাঁচামাল ব্যবসায়ী মনিরদ্দিন ও আইন উদ্দিন। আশার আলো সমিতির সম্পাদক রাশিদুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন মোশারেফ হোসেন, আব্দুর রহিম, আলভি, আজিজ, লিপু, আশাদুল, মতিন, সেন্টু, শহিদুলসহ সমিতির সকল সদস্যবৃন্দ। পরে গত ১ বছরের লভ্যাংশ প্রত্যেক সদস্যের হাতে তুলে দেয়া হয়। লটারির ১ম পুরস্কার ছিলো একটি বাইসাইকেল।
বি:দ্র: আশার আলো সমিতির ছবিসহ ভেতরের পাতায় ২ কলামে দিতে