আলমডাঙ্গার রোয়াকুলি গেটপাড়ায় আগুন লেগে গোয়ালঘর পুড়ে ভস্মীভূত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের রোয়াকুলি গেট পাড়ায় কৃষকের বাড়িতে আগুন লেগে গোয়ালঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত।
জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে রোয়াকুলি গেটপাড়ার মৃত রমজান আলীর ছেলে শিপনের বাড়িতে আগুন লাগে। পারিবারিক সূত্রে জানা যায়, গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আগুনে ২টি গরু ও ২টি ছাগলের আংশিক পুড়ে গেছে। এছাড়া গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়েছে। সংবাদ পেয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় পরিবারের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।