Untitled

আলমডাঙ্গায় বিটিএফ প্যারামেডিকেল ও নার্সিং প্রশিক্ষন ইনস্টিটিউট উদ্বোধন
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় বিটিএফ প্যারামেডিকেল ও নার্সিং প্রশিক্ষন ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০টায় আলমডাঙ্গা বিটিএফ আলমডাঙ্গা শাখা নূর মোহাম্মদ মার্কেটের ছাদে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিটিএফ প্যারামেডিকেল ও নার্সিং প্রশিক্ষন ইনস্টিটিউট আলমডাঙ্গা শাখার পরিচালক কাউছার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর, বিটিএফ খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আজমল হক মিঠু, প্রশিক্ষক ডা. শহিদুল ইসলাম। হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আব্দুর রহিমের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, আলমডাঙ্গা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি আকবার আলী আকু, রাজিবুল ইসলাম, ওমর খৈয়াম, হারুন-অর-রশিদ, আমজাদ হোসেন, আশরাফুল আলম, পল্লি চিকিৎসক সুলতান, জোয়াদ আলী, খবির উদ্দিন প্রমুখ।